বগুড়ায় ৮৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  01:36 PM, 05 September 2016

বগুড়া ফুলবাড়ি পুলিশ ফাঁড়ি কর্তৃক গত ০৩/০৯/১৬ইং তারিখে ৮৮ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। ফাঁড়ি সূত্রে জানা যায়, ইনচার্জ এসআই রবিউল ইসলাম সঙ্গীয় এটিএসআই বদিউদজামান ফোর্সসহ বগুড়া পৌরসভাধীন জয়পুর পাড়া গ্রামের সিঙ্গার অফিসের সামনে যানবাহন চেকিং ডিউটি চালিয়ে মাটিডালী বিমান মোড় থেকে আসা একটি লাল রঙের পালসার মটর সাইকেলটি সংকেতের মাধ্যমে থামিয়ে আরোহী নয়ন শেখ (৩০) এর শরীর তল্লাশী করে ৮৮পিস এ্যামফিটামিন ইয়াবা ট্যাবলেট , নগদ ৩৫০০টাকা , একটি মোবাইল সেটসহ গ্রেফতার করে। ফাঁড়ির ইনচার্জ আর জানান, নয়ন একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। সে ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে মটর সাইকেল যোগে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে এলাকার উঠতি বয়সের যুব সমাজের নিকট বিক্রি করে । গ্রেফতারকৃত নয়ন বগুড়া জেলা সদর থানার অন্তর্গত নিশিন্দারা মধ্যপাড়া গ্রামের আঃ রহমানের ছেলে। আসামী নয়নের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে থানা হাজতে প্রেরন করা হয়।

আপনার মতামত লিখুন :