বগুড়া আইএফএমসি ডানিস প্রতিনিধি কর্তৃক আইএফএম কৃষক সংগঠনের কার্যক্রম পরিদর্শন সদর বগুড়া প্রতিনিধিঃ সোমবার সকালে বগুড়া সদরের মধুমাঝিড়া গোলাবাড়ি আইএফএম কৃষক সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন আইএফএমসি ডানিস সিনিয়র এ্যাডভাইজার হ্যান্ড্রিক স্ট্রচ ও আইএফএমসি ডানিস আইডিএ ক্যাটরিনা প্লেজনার, আইএফএমসি ডানিস ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর মূতায় রায়। আইএফএমসি রাজশাহী অঞ্চল আরআইসি হাবিবুল হক, আইএফএমসি কুমিল্লা অঞ্চল আরআইসি রবিউল হক মজুমদার, আইএফএমসি রংপুর অঞ্চল আরটিসি জয়ন্ত রায়, ঢাকা আইএফএমসি হেডকোয়াটার রেনিটা রিডোয়ানা, আইএফএমসি বগুড়া ডিএই উপ পরিচালক প্রতুল চন্দ্র সরকার,উপজেলা কৃষি কর্মকর্তা রাহেলা পারভীন। উপসহকারী কৃষি অফিসার আঃ রাজ্জাক ও আঃ রহিমসহ সংগঠনের সকল কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন। এ সময় উচ্চ পর্যায়ের প্রতিনিধি গন কালেকশন পয়েন্টের কার্যক্রম,সংগঠনের নথিপত্র যাচাই, উৎপাদন কার্যক্রম,সংগঠনের সক্রিয়তা যাচাই ও সদস্যদের বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় করেন।

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  05:40 PM, 07 August 2017

সদর বগুড়া প্রতিনিধিঃ

সোমবার সকালে বগুড়া সদরের মধুমাঝিড়া গোলাবাড়ি আইএফএম কৃষক সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন আইএফএমসি ডানিস সিনিয়র এ্যাডভাইজার হ্যান্ড্রিক স্ট্রচ ও আইএফএমসি ডানিস আইডিএ ক্যাটরিনা প্লেজনার, আইএফএমসি ডানিস ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর মূতায় রায়। আইএফএমসি রাজশাহী অঞ্চল আরআইসি হাবিবুল হক, আইএফএমসি কুমিল্লা অঞ্চল আরআইসি রবিউল হক মজুমদার, আইএফএমসি রংপুর অঞ্চল আরটিসি জয়ন্ত রায়, ঢাকা আইএফএমসি হেডকোয়াটার রেনিটা রিডোয়ানা, আইএফএমসি বগুড়া ডিএই উপ পরিচালক প্রতুল চন্দ্র সরকার,উপজেলা কৃষি কর্মকর্তা রাহেলা পারভীন। উপসহকারী কৃষি অফিসার আঃ রাজ্জাক ও আঃ রহিমসহ সংগঠনের সকল কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন। এ সময় উচ্চ পর্যায়ের প্রতিনিধি গন কালেকশন পয়েন্টের কার্যক্রম,সংগঠনের নথিপত্র যাচাই, উৎপাদন কার্যক্রম,সংগঠনের সক্রিয়তা যাচাই ও সদস্যদের বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় করেন।

আপনার মতামত লিখুন :