বগুড়া কালিতলা স্থানীয় যুব সংঘের আয়োজনে নিয়মিত ক্রীড়া চর্চা করলে মেধা ও মননের ববিকাশ ঘটায়। রেজাউল করিম রিয়াদ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:40 PM, 26 November 2016

মহাস্থান( বগুড়া)প্রতিনিদিঃ গতকাল শুক্রবার রাতে বগুড়া কালিতলা স্থানীয় যুব সংঘের আয়োজনে ব্যাডমিন্টন টূর্নামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে উক্ত টূর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন, বগুড়া জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও জেলা হিউম্যান হলার মালিক সমিতির নব নির্বাচিত সভাপতি রেজাউল করিম রিয়াদ।শুভ উদ্বোধন কালে তিনি বলেন, নিয়মিত ক্রীড়া চর্চা করলে মেধা ও মননের বিকাশ ঘটায়,মাদক,সন্ত্রাস ও জঙ্গিবাদ,মাদক মুক্ত সুন্দর সমাজ গঠনে ক্রীড়া চর্চা গুরুত্ব পূর্ন ভূমিকা রাখে।এ জন্য যুব সমাজকে নিয়মিত ক্রীড়া চর্চা করা দরকার।এসময় উপস্থিত ছিলেন,হিউম্যান হলার মালিক সমিতির সহ- সভাপতি জিন্নাহ খান,উপদেষ্টা প্রভাষক এম হাসান বিন কেরামত,যুব সংঘের আহবায়ক সৌরভ রহমান,যুগ্ন আহবায়ক শ্রী সাগর কুমার,শ্রী পলাশ কুমার,নিবির রহমান,শ্যামল কুমার,দীপ্ত কুমার প্রমুখ।

আপনার মতামত লিখুন :