বগুড়া গাবতলীর কৈঢোপ সরঃ প্রাঃ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  12:12 AM, 22 July 2016

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ গতকাল বৃহস্পতিবার বগুড়া গাবতলীর কৈঢোপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষারমান উন্নয়নে মায়েদের ভুমিকা শীর্ষক অনুষ্ঠান মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার লায়লা শিরিন নাহার । তিনি বলেন, শিক্ষারমান উন্নয়নে বাবাদের চেয়ে মায়েদের বেশী ভূমিকা পালন করতে হবে। আজকের সন্তান আগামী দিনের ভবিষ্যৎ তাই আপনার সন্তানরা যাতে বিপথগামী না হয়ে পড়া বেশী বেশী পড়াশুনা করে সেদিকে লক্ষ রাখতে হবে। বিদ্যালয়ের সভাপতি মাহফজুল হক সুইটের সভাপতিত্বে প্রধান শিক্ষক আমিনুর ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাগইল ইউপির নবনির্বাচিত সদস্য মিকরাইল ইসলাম, সাজেদুর রহমান শামিম। এসময় সাংবাদিক আতাউর রহমান,সহকারী শিক্ষিকা সপ্তমী রানী, শিক্ষক আব্দুল হান্নান, অভিভাবক সদস্য আব্দুল­াহেল কাফী দুলাল, জেসমিন বেগম, রঞ্জনা বেগম, অবিভাবক হেলাল উদ্দিন, রতনা বেগম,লাকি বেগম, বর্ষা বেগম,জাহানারা বেগম,মুক্তা বেগম,মতি বেগমসহ কয়েক শতাধিক অভিভাবক মা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :