বগুড়া নামুজা এস,এস,আই ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:03 PM, 04 March 2017

আবু সাঈদঃ

শনিবার বিকেলে বগুড়া সদরের নামুজা এস,এস,আই ফাযিল(ডিগ্রী) মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অত্র প্রতিষ্ঠানের সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে পবিত্র কোরআন থেকে তেলোয়াত ,পতালা উত্তলোন , জাতীয় সংগীত পাঠ ও মশাল বহন, ক্রীড়া শপথ ও হাম নাতের মাধ্যমে দিনের শুভ সূচনা শুরু হয়। দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও তথ্য প্রযুক্তি সুফিয়া নাজিম। বরেণ্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার গোলাপ চন্দ্র সরকার, জেলা পরিষদের সদস্য মাফুজুল ইসলাম রাজ, নামুজা ইউপি চেয়ারম্যান এস এম রাসেল মামুন ,ম্যানেজিং কমিটির সদস্য আবু বক্কর িিসদ্দিক, নজরুল ইসলাম, আমিনুল ইসলাম, গোলামোস্তফা, মোজাফফর হোসেন সহ অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ রোস্তম আলী সহ অত্র এলাতকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :