বগুড়া ফাঁপোড় ইউপি আওয়ামী লীগের পক্ষ থেকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:40 AM, 23 January 2017

বগুড়া সদর প্রতিনিধিঃ

রবিবার দুপুরে বগুড়া সদর ফাঁপোড় ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে সদর উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা আক্তারুন্নাহারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।এ সময় উপস্থিত ছিলেন, ফাঁপোড় ইউনিয়ন আওয়ামীগীরে আহবায়ক রাজু মন্ডল, যুগ্ম আহবায়ক মোমিনুল ইসলাম রকি, আওয়ামীলীগ নেতা রোকন মিয়, সনি, শ্রী রতন কুমার, শামিম হোসেন, আব্দুল বাছেত, বুলু প্রাং প্রমুখ।

আপনার মতামত লিখুন :