বগুড়া ফুলবাড়ি দক্ষিনপাড়ায় সীমানা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন
শনিবার দুপুরে বগুড়া শহরের ফুলবাড়ি দক্ষিনপাড়ায় ক্যামটেল এর সহযোগিতায় সীমানা ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠান বগুড়া ে পৗরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত শনিবার বিকেলে হয়। প্রথমে পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা শুরু করা হয়। উক্ত অনুষ্ঠানে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করেন প্রধান অতিথি বগুড়া সীমানা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস -চেয়ারম্যান এ্যাডঃ মুনছুর আলী, ফেরদৌসি আক্তার রুনা, আলমগীর কবির, রেজাউল করিমঅত্র এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সীমানা ফাউন্ডেশনের সদস্য ফেরদৌসী আক্তার রুনা। উক্ত অনুষ্ঠানে ১৫০ জন দুস্থ ও অসহায় নারী ও পুরুষের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়।