বগুড়া ফুলবাড়ী পুলিশ ফাঁড়ি কর্তৃক গাজাঁ ব্যবসায়ী গ্রেফতার

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:58 PM, 05 May 2016

 

সদর উপজেলা বগুড়া প্রতিনিধিঃ বুধবার বিকেলে বগুড়া ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জ বগুড়া-রংপুর রোডে বিশেষ অভিযান চালিয়ে একজন গাজাঁ ব্যবসায়ী গ্রেফতার করে । ফাড়ি সুত্রে জানা যায়, শহরের ভি, আই পি রোডের মাটিডালী স্কুলের সামনে বিকেল ৫.৩০মিঃ অভিযান চালিয়ে সাইদুল ইসলাম (২৮)নামক ব্যক্তিকে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। সাইদুল মাটিডালী গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে মামলা দায় করে থানা হাজতে প্রেরন করা হয়।

আপনার মতামত লিখুন :