বগুড়া বুজরুগবাড়ীয়া ফকির পাড়ায় রাস্তার ইট বিছানো কাজের উদ্বোধন
মহাস্থান( বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া বুজরুগ বাড়ীয়া ফকির পাড়ার মসজিদ হইতে আবু বক্করের বাড়ী পর্যন্ত রাস্তার ইট বিছানো কাজের উদ্বোধন করা হয়।
বুধবার দুপুরে রাস্তার ইট বিছানো কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা। তিনি বলেন, আমি উন্নয়নে বিশ্বাসী। আমার কার্য্যকালে সকল এলাকার উন্নয়ন করতে আমি দৃঢ় প্রতিজ্ঞা বদ্ধ। এই জন্য আমি সকলে সহযোগিতা কামনা করছি।
এ সময় উপস্থিত ছিলেন, ফাঁপোড় ইউপি চেয়ারম্যান প্রভাষক মহররম আলী, সমাজ সেবক শহিদুন নবী ছালাম, আলহাজ্ব রহিম উদ্দিন, আব্দুর রাজ্জাক ,আবু বক্কর সিদ্দিক, আ: রহিম, মেহেদী আ: ছামাদ, কামরুল ইসলাম, ছামছুল হক,জাহিদুল হাসান, ওয়াজিব সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।