বগুড়া বৃন্দাবন পাড়া ফাইভ স্টার ক্লাবের উদ্যোগে ৪ শতাধিক গরীব অসহায় পরিবারের মাঝে শাড়ী লুঙ্গি বিতরণ

বগুড়া সদর প্রতিনিধিঃ শনিবার দুপুরে বগুড়া বৃন্দাবন পাড়া ফাইভ স্টার ক্লাবের
উদ্যোগে বগুড়া শহরের ২ নং ওয়ার্ড বৃন্দাবন পাড়া ও
ফুলবাড়ি এলাকায় প্রায় ৪০০ শতাধিক গরীব ও অসহায়
পরিবারের মাঝে অত্র ক্লাবের সাধারন সম্পাদক ও রাইজিং
ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক তরুন সমাজ সেবক
সাব্বির আহম্মেদ সুমনের নিজস্ব অর্থায়নে আসন্ন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বয়স্ক, বিধবা নারী পুরুষের মাঝে
শাড়ী লুঙ্গি বিতরণ করা হয়। ফাইভ স্টার ক্লাবের সভাপতি
আলহাজ্ব কবির উদ্দিন খলিফার সভাপতিত্বে শাড়ী,লুঙ্গি
বিতরন কালে সাব্বির আহম্মেদ সুমন বলেন,অত্র ক্লাবের
সকল সদস্য সেবার মন মানসিকতায় সব সময় সমাজের
অসহায় দরিদ্র পরিবারে পাশে এগিয়ে আসে। তাই অত্র
ক্লাবের মত সমাজের বিত্তবান ব্যক্তিদের অসহায় পরিবারের
পাশে এগিয়ে আসা উচিৎ,তিনি আরো বলেন,ঈদ মানে
আনন্দ,ঈদ মানেই খুশি আর খুশি আনন্দকে ভাগাভাগি
করে নিতে এই প্রচেষ্টা। এসময় উপস্থিত ছিলেন,বগুড়া
ফুলবাড়ী পুলিশ ফাঁড়ীর এস আই শহিদুল ইসলাম,এ এস
আই নূরে আলম,স্বেচ্ছাসেবী সংগঠন বগুড়া অনলাইন রক্তদান
সংগঠনের সভাপতি সোহেল রানা,সাধারন সম্পাদক এম
হাসান আদম, নির্বাহী সদস্য মিশু সরদার,স্বেচ্ছাসেবী
সংগঠন স্পর্শ রাজশাহীর সাদ্দাম হোসেন, জেলা
ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক সাজ্জাদ জ,২নং ওর্য়াড জাতীয় শ্রমিকলীগ(উত্তর) যুগ্ন
সাধারন সম্পাদক ও অত্র ক্লাবের প্রচার সম্পাদক সৌরভ
হাসান,সুমন রহমান,ছাত্রলীগ নেতা কাউছার আহম্মেদ
জয় সহ সকল সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
ক্যাপশনঃ শনিবার বিকেলে বগুড়া বৃন্দাবনপাড়া ফাইভ স্টার
ক্লাবের সাধারন সম্পাদক সাব্বির আহমেদ সুমনের
নিজস্ব অর্থায়ানে গরীব ও দুস্থ্যদের মাঝে ঈদ সামগ্রী
বিতরন করা হয়েছে।