বগুড়া মাটিডালীতে সীমানা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন

আবু সাঈদঃ
বগুড়া শহরের মাটিডালীতে ক্যামটেল এর সহযোগিতায় সীমানা ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠান মঙ্গলবার দুপুর ২টায় বিশিষ্ঠি সমাজ সেবক ও সাবেক ব্যাংকার আলহাজ্ব নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রথমে পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা শুরু করা হয়। উক্ত অনুষ্ঠানে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করেন প্রধান অতিথি বগুড়া সীমানা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আকবর হোসেন, হাফেজ মাও সহিদুল ইসলাম, আলমঙ্গীর হোসেন, সুমন হোসেন, হোসেন হাজী, ওয়াদুদ খলিফ সহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ক্যামটেলের জেনারেল ম্যানেজার এ্যাডঃ মুনসুর । উক্ত অনুষ্ঠানে ৮০জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়।