বগুড়া মাটিডালী বিমান মোড়ে অজ্ঞাত পাগল ব্যক্তির লাশ উদ্ধার
বগুড়া মাটিডালী বিমান মোড়ে অজ্ঞাত পাগল ব্যক্তির লাশ উদ্ধার। বগুড়া ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই রবিউল ইসলাম জানান, মাটিডালী বিমান মোড় হতে ১০০ গজ পশ্চিমে ঢাকা-রংপুর রোডের দক্ষিন পার্শ্বে জাহেদ আলীর রিক্্রা গ্যারেজের পার্শ্বে আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন (দালাল অফিস) সামনে মাটির উপর শুয়া অবস্থায় পাগল ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে, ১৪/০৯/১৬ তারিখ রাত্রী অনুমান ০৪.৩০মিনিট একজন অজ্ঞাতনামা পাগল ব্যক্তি বয়স অনুমান (৪০) বছর সে ঢাকা-রংপুর মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী অজ্ঞাতনামা একটি ট্রাক উক্ত ব্যক্তিকে ধাক্কা দিলে তার নাক মুখ আঘাত প্রাপ্ত হয় এবং সে রাস্তার উপর পড়ে। স্থানীয় লোকজন তাকে আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন (দালাল অফিস) সামনে নিয়ে আসলে তাৎক্ষনিক মারা যায়। উদ্ধারকৃত মৃত ব্যক্তির গাঁয়ের রং শ্যামলা , উচ্চতা অনুমান ৫ফুট ৭ইঞ্চি ,মাথার চুল কালো লম্বা অনুমান ৬ ইঞ্চি, পরনে ছাই রঙের জিন্সের প্যান্ট দুই হাটুর সামনে ছেড়া, গাঁেয় আকাশি রঙের দুটি ফুলহাতা শার্ট ছিল।