বগুড়া মাটিডালী বিমান মোড়স্থ তিন দিন ব্যাপি নিটল টাটা মটরস্ গ্লোবাল সার্ভিস ক্যাম্পেইন

সোমবার সকালে বগুড়া মাটিডালী বিমান মোড়স্থ তিন দিন ব্যাপি নিটল টাটা মটরস্ গ্লোবাল সার্ভিস ক্যাম্পেইনে ম্যাক টাটা জেনুইন ইঞ্জিন ওয়েল সেলস এন্ড মার্কেটিং অফিসার মাসুদ রানা ক্রেতা সাধারনের মাঝে পুরস্কার বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন ম্যাক লুবরিক্যান্টস ম্যাকানিক প্রোমোটর রমজান আলী। উক্ত মেলা উপলক্ষে বস্ মাইকো ফুয়েল ইনজেকশন স্টল, অ্যাপোলো টায়ার স্টল এবং ভলভো ব্যাটারী স্টল প্রদর্শন আয়োজন করা হয়।