বগুড়া মেডিকেল স্টুডেন্ট ফোরাম এর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যক্যাম্প অনুষ্ঠিত
মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বগুড়ার সাতমাথায় বগুড়া মেডিকেল স্টুডেন্ট ফোরাম কর্তৃক আয়োজিত বিনামূল্যে স্বাস্থ্যক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পে রোগীদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ, রক্তের গ্র“প নির্ণয় এবং আগ্রহীদের থেকে মূমূর্ষদের জন্য রক্ত সংগ্রহ করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়া মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ মোঃ রেজভিল আলম জুয়েল এবং বগুড়া সদর থানায় টিএইচএ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ মোঃ সামির আলম মিশু। আয়োজক সাদ আব্দুলাহ বলেন, এই রকম সেবামূলক ক্যাম্প আরও বেশি করা গেলে বগুড়ার স্বাস্থ্যসেবা মানুষের দ্বারে দ্বারে পৌছে যাবে। এজন্য তিনি সকল সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান এবং সুহৃদ ব্যক্তিদের সাহায্য প্রার্থনা করেন। অপর আয়োজক তানজিরুল ইসলাম শাওন বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন বগুড়া জেলা মেয়র এবং বগুড়া জেলা পুলিশ প্রশাসনকে। আরও উপস্থিত ছিলেন ডাঃ সাফওয়ানুর রহমান, নাজমুল আলম, আসিফ ইকবাল প্রমুখ। এছাড়াও ছিলেন পলিন, আশিক, নাজমুল,বাধন, রুমি, মুক্তা, কুলসুম, কনা, রোমানা, শারমিন, মানিক, ময়নুল, ফয়জুল প্রমুখ।