বগুড়া শাখারিয়া দক্ষিনপাড়া ফাইভ স্টার ক্লাবের আয়োজনে নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা
বগুড়া সদর প্রতিনিধিঃ
বগুড়া শহরের শাখারিয়া আরিম মাদরাসার মাঠে দক্ষিনপাড়া
ফাইভ স্টার ক্লাবের আয়োজনে নক আউট ফুটবল
টুর্নামেন্টের ফাইনাল ১৯নং ওয়ার্ড শ্রমিক লীগের
সাধারন সম্পাদক এস এম সোহাগের সভাপতিত্বে
অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উক্ত ফাইনাল খেলার
উদ্বোধন করেন শহর উত্তর শ্রমিক লীগের সভাপতি জালাল
শেখ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিশিষ্ঠ সমাজসেবক সাহাদত হোসেন সরদার। বিশিষ্ঠ
ব্যবসায়ী আবু সালেক এর সহ-সভাপতিত্বে বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক লীগ নেতা
মিজানুর রহমান, আতাউর রহমান, আলমগীর হোসেন,
কামাল পাশা, বিশিষ্ঠ ব্যবসায়ী জহুরুল ইসলাম জুয়েল,
মাফুজার রহমান , মামুনুর রশিদ মামুন, আইনূল হক মুক্তার,
এনামুল হক, আতিকুল ইসলাম, মতিন মিয়া, পিয়াস
শেখ। উক্ত ফাইনাল খেলায় কালিবালা সোনার বাংলা পরিষদ
বনাম বারপুর মধ্যপাড়া নব যুব উন্নয়ন ক্লাব অংশ গ্রহন
করে।
ক্যাপশনঃ শুক্রবার বিকেলে বগুড়া শহরের শাখারিয়া দক্ষিনপাড়া
ফাইভ স্টার ক্লাবের আয়োজনে নক আউট ফুটবল
টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেন শহর উত্তর
শ্রমিক লীগের সভাপতি জালাল ে