বগুড়া শিববাটী মতিঝিল অন্ধ হাফেজিয়া মাদ্রাসা লিলাহ বোডিং এতিমখানার উদ্যোগে ইফতার মাহফিল
প্রেস রিলিজঃ শনিবার বগুড়া শিববাটী মতিঝিল অন্ধ হাফেজিয়া মাদ্রাসা লিলাহ বোডিং ও বহুমুখী এতিমখানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অত্র মাদ্রাসার সহ- সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে বিকেল ৫.৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। প্রথমে পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্টানের শুভ সুচনা হঃকরা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা অন্ধ সংস্থার উপদেষ্ঠা ও অত্র মাদ্রাসার উপদেষ্ঠা হুমায়ন ইসলাম তুহিন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন অত্র মাদ্রাসায় ৫০ জন অন্ধ গরীব ছাত্র , আরবী ,বাংলা , ইংরেজী সহ , সাধারন শিক্ষা গ্রহন করছে। মসজিদসহ ৪ তলা বিশিষ্ট মাদ্রাসা ভবন নির্মানের কাজ চলছে। এজন্য পিছিয়ে পড়া অন্ধ প্রতীবন্ধীদের উন্নয়নের জন্য সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের প্রতি সাহায্য ও সহযোগিতা করার জন্য আহবান জানান ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য আবুল হোসেন, এ্যাডঃ হাবিব হাসান মামুন, এম,এ হাসান বিন ক্যারামত, মাওঃ নুরুল ইসলাম, মাসুদ রানা রাজু। অত্র সংগঠনের সকল সদস্যবৃন্দও অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত করা হয়। অনুষ্টান পরিচালনা করেন বগুড়া জেলা অন্ধ সংস্থার সভাপতি ও অত্র মাদ্রাসার সাধারন সম্পাদক মীর মোঃ মোরশেদ আলী।