বগুড়া ষ্টীল এন্ড ওয়েল্ডিং ইঞ্জিনিয়ারিং শ্রমিক ইউনিয়ন আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত

শ্রক্রবার সন্ধ্যায় বগুড়া জয়পুরপাড়া ব্র্যাক স্কুল মাঠে বগুড়া ষ্টীল এন্ড ওয়েল্ডিং ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ শ্রমিক ইউনিয়ন আয়োজিত সি.পি.এল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আঃ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুর্বনা আকতার মুক্তি কাউন্সিলর (১৬.১৭.ও১৮ নং ওয়ার্ড) , আবু সালাম. তৌহিদুর রহমান , মেহেদী হাসান মৃদুল, সাকিল রহমান, রুমুন সরদার, আলহাজ্ব মসতেজার রহমান, আলহাজ্ব কোরবান আলী, আলহাজ্ব বেলাল, রাজাবুর আহমেদ,আলহাজ্ব সাইফুল ইসলাম প্রমুখ। খেলায় নর্দান ষ্টীল ট্রাই বিকারে ২-০ গোলে জয় লাভ করে।