বগুড়া সদররে চাঁদমুহা বন্দরে ভ্রাম্যমান আদালতে এক রুটির ফ্যাক্টটারীর মালিকের ২০ হাজার টাকা জরিমানা

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:05 PM, 23 February 2016

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: মঙ্গলবার দুপুরে বগুড়া সদররে চাঁদমুহা বন্দরে ভ্রাম্যমান আদালত এক অভিযান চালিয়ে একটি রুটির ফ্যাক্টটারীর মালিকে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং বেকারী সামগ্রী ভোজাল ও রং মিশানে থাকায় তা ধ্বংস করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানা আকতার জাহান। এসময় উপস্থিত ছিলেন বগুড়া সদর উপশহর পুুলিশ ফাঁড়ির ইনচার্জ শাকিউল আজম। নির্বাহী কর্মকর্তা বলেন পরিষ্কার পরিচ্ছনা না থাকার কারণে এবং বেকারী সামগ্রীতে বিভিন্ন প্রকার রং ভোজাল মিশ্রিত থাকার কারণে ফ্যাক্টারীর মালিক শাহজাহান আলীর পুত্র আব্দুল রাজ্জাককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আপনার মতামত লিখুন :