বগুড়া সদরের আশোকোলা একতা যুব সংঘের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের আশোকোলা পূর্ব পাড়া একতা যুব সংঘের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাঘোপাড়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব সিদ্দিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট সমাজ সেবক ও সম্ভব্য ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ্ব গোলাম মোস্তফা আলাল।
এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি ইউপি সদস্য সাইফুল ইসলাম মন্ডল, ব্যবসায়ী জাহেদুর ইসলাম আবু জাহের পিন্টু, আনিছার রহামন, খলিল, শাহ আলম জনি, মানিক, রুমেল, হাসেম,সাজু, সফিকুল, আসিফ, রতন প্রমুখ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন লিখন।