বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নে গরীব ও দুঃস্থ্যদের মাঝে ভিজিএফ এর চাল বিতরন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:00 PM, 29 June 2016

সদর উপজেলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সদরের ৪ নং এরুলিয়া ইউনিয়নে গরীব ও দুঃস্থ্যদের মাঝে ভিজিএফ এর চাল বিতরন করেন অত ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আঃ লতিফ মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার সহকারী ভুমি অফিসার আঃ মমিন, ইউপি সচিব ফরিদুল ইসলাম রাজু, ইউপি সদস্য সেলিনা আখতার কুমকুম, স্বপ্না বেগম, মিনিয়ারা বেগম, সেকেন্দার আলী , আঃ রহিম , টুকু , জিন্নাত আলী , হাবিবুর রহমান , লুৎফর রহমান , আঃ রাজ্জাক প্রাঃ, বিপুল কুমার পাল, আঃ রাজ্জাক খন্দকার সহ সকল ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন । ২০ কেজি করে মোট ৩০০০ হাজার ২০০ জন গরীব ও দুঃস্থ্যদের মাঝে ভিজিএফ এর চাল গুলো বিতরন করা হয়।

আপনার মতামত লিখুন :