বগুড়া সদরের এস,এম উচ্চ বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন কাজের শুভ উদ্বোধন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:14 PM, 06 March 2016

আব্দুল বারী মহাস্থান(বগুড়া) প্রতিনিধি: রবিবার দপুর ১২ টায় বগুড়া সদরের শেখেরকোলা মহিষবাথান এস,এম উচ্চ বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে ভিত্তি প্রস্থর স্থাপন কাজের শুভ উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যার আলী আজগর তালুকদার হেনা।

এ সময় উপস্থিত ছিলেন, শেখেরকোলা ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা, উপজেলা সহকারী প্রকৌশলী জিন্নাহ, বিশিষ্ট ঠিকাদার ইলিয়াস হোসেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধু সূধন শাহা, ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আজিজার রহমান, রেখা সুলতানা, আলহাজ্ব মোবারক হোসেন, সমাজ সেবক আকতারুজ্জামান রাঙ্গা, ইউপি সদস্য নতুন সরকার, জবেদ আলী পাইকার, শাহ আলম, আবু তালেব,হাফিজার রহমান,ছামছুল আলম, অত্র বিদ্যালয়ে সহকারী শিক্ষক মুনজুরুল হক, ইসরাত জাহান, সুরাইয়া খাতুন, আমিনুল ইসলাম সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করেন।

আপনার মতামত লিখুন :