বগুড়া সদরের গোকুল ইউনিয়ন পরিষদ হলরুমে বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: মঙ্গলবার দুপুর ২টায় বগুড়া সদরের গোকুল ইউনিয়ন পরিষদ হল রুমে বাল্য বিবাহ প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন লেদুর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানা আকতার জাহান। তিনি বলেন, বাল্য বিবাহ বন্ধ করা অতি সহজ কাজ। যদি ইমাম ও ধর্মী নেতাগণ এব্যাপারে জনগণকে সচেতন করে বক্তব্য রাখেন। বাল্য বিবাহ পরিবর্তী যে ক্ষতি তা জনগণকে সচেতন করলেই বাল্য বিবাহ হ্রাস করা সম্ভব। এ ব্যাপারে তিনি একটি উদ্ধৃতি দিয়ে বলেন, রাসূল (সা:) বলেছেন, যদি বিয়ের বয়স হয়ে থাকে আর যদি সামর্থ্য না থাকে তাহলে রোজা করতে হবে। এসময় বক্তব্য রাখেন গোকুল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম বেলাল হোসেন, গোকুল ইউনিয়নের কাজী ওবায়দুর রহমান রানা, আলহাজ্ব মাহফুজার রহমান, মহাস্থান প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজু, সাবেক ইউপি সদস্য আলী আজম তোতন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফারাইজুল ইসলাম, ফয়েজ উদ্দিন, জাহাঙ্গীর হোসেন, গোকুল তমির উন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি কাওসার আলী খোকন প্রমুখ।