বগুড়া সদরের গোকুল উত্তর পাড়ায় জনতার মুখোমুখী জন প্রতিনিধি, ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃকিত সন্ধ্যা অনুষ্ঠিত
আব্দুল বারী মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বগুড়া সদরের গোকুল উত্তর পাড়া সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে জনতার মুখোমুখী জন প্রতিনিধি, ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃকিত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
সমাজ কল্যাণ সংঘের সভাপতি নজরুল ইসলাম নুরু এর সভাপতিত্বে ও ওবায়দুর রহমানের পরিচালনায় ্উক্ত অনুষ্ঠানে আগামী ইউপি নির্বাচনে সম্ভব্য চেয়ারম্যান প্রার্থীদের কে জনতার মুখোমুখী করে প্রশ্নাত্তর ও নির্বাচতী হলে জবাবদিহিতার ভিত্তিতে র্দুনীতি ও মাদাক মুক্ত ইউনিয়ন পরিষদ গঠন করতে সকলে কাছে প্রতিশ্র“তি নেওয়া হয়। যারা নিবার্চিত হবে তাদের সততা এবং কল্যাণকর কাজ দেখে প্রতিবেশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণে যাতে সেই হিসাবে তাদের ইউনিয়ন গড়ে তুলে। জনতার মুখোমুখি অনুষ্ঠানে জনগণের প্রশ্নাত্তর দেন বর্তমান গাকুল ইউপি চেয়ারম্যান আব্দুল মোমিন, সাবেক চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী জামিল আক্তার খান টেংকু, এ্যাড: সোলায়মান আলী, বগুড়া সমবায় ব্যাংকের চেয়ারম্যান আমিনুল ইসলাম ডাবলু, তোফাজ্জল হোসেন লেদু, আকমাল হোসেন সজল, মাষ্টার ইমান আলী। এসময় উপস্থিত ছিল, ইউপি সদস্য নাজমা আক্তার, হাজেরা বেগম, রেহেনা বেগম, আব্দুল আলীম, যুবলীগ নেতা সাজেদুর রহমান সিজু, আব্দুর রহিম, আপেল মাহমুদ, সাম্ভব্য মেম্বার প্রার্থী ইমদাদুল হক দুলাল, আর্টিস জুয়েল রহমান, মহাস্থান প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজু, সাংবাদিক শমশের নূর খোকন, আমিনুর রহমান মিটু, এস,আই সুমন, নুর নবী, আকাশ সহ সমাজ কল্যাণ সংঘের সকল সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।