বগুড়া সদরের গোকুল প্রথম আলো সমাজ কল্যান সংস্থার উদ্যেগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত।

আব্দুল বারী মহাস্থান( বগুড়া) প্রতিনিধিঃ শুক্রবার রাতে বগুড়া সদরের গোকুল উত্তর পাড়া প্রথম আলো সমাজ কল্যান সংস্থার উদ্যােগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্টিত হয়েছে।
গোকুল ইউপি চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রায়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু।বিশেষ অতিথি ইউপি সদস্য এমদাদুল হক দুলাল,ছালামত আলী,সমাজ সেবক শামিম আহম্মেদ,বিশিষ্ট ব্যবসায়ী,গোলাম মোস্তফা নয়ন,সিরাজুল ইসলাম,জিয়াউর রহমান,গোলাম সারোয়ার মিলন।এসময় উপস্থিত ছিলেন প্রথম আলো সমাজ কল্যান সংস্থার সভাপতি রাসেল ইসলাম,সাধারন সম্পাদক সিদ্দিক,সাংগঠনিক সম্পাদক নাজমুল হক,সদস্য বাপ্পী, মহিদুল, মিলন, বিলাল, তারেক, মামুন, রাব্বি, উজ্জল, জ্যোতি, আখন, সাকিম, মেহেদী, সাইফুল প্রমুখ। প্রধান বক্তা হিসাবে তাফসির পেশ করেন পীরজাদা হযরত মাওঃ মোঃ এমদাদুল হক,২য় বক্তাঃ আলহাজ্ব মাওঃ মোঃ আমিনুর রহমান।তাফসির মাহফিলে হামদ নাত ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়। মাহফিল পরিচালনা করেন তরুন ব্যবসায়ী গোলাম সারোয়ার মিলন।