বগুড়া সদরের গোকুল বালক স: প্রা:বি: শ্রেণী কক্ষের ছাদ ঘূর্ণীঝড়ে লন্ডভন্ড,

মহাস্থান(বগুড়া)প্রতিনিধি: বগুড়া সদরের গোকুল বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঘূর্ণীঝড়ে শ্রেণী কক্ষের ছাদ লন্ডভন্ড, খোলা আকাশের নিচে কমলমতি শিক্ষার্থীরা পড়ালেখা করছে, দ্রত সংস্কার প্রয়োজন।
জানাগেছে, গত ১৭ মে সন্ধ্যায় আকষ্মিক ঘূর্ণীঝড়ে অত্র বিদ্যালয়ের শ্রেণী কক্ষের ছাদ উড়ে গিয়ে লন্ডভন্ড হয়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়।
বিদ্যালয়ে ছেলে মেয়েরা খোলা আকাশের নিচে পড়ালেখা করছে। এব্যাপারে ম্যানিজিং কমটির সভাপতি এবিএম মিলন জানান ঘরটি দ্রæত মেরামত না করলে ছেলে মেয়েদের লেখা পাড়ার চরম ক্ষতি হবে।