বগুড়া সদরের চাঁদপুর মাটেলপাড়ায় এক কিশোরের মৃতুদেহ উদ্ধার
আবু সাঈদ, বগুড়া জেলা প্রতিনিধি ঃ
রবিবার সকালে বগুড়া সদরের চাঁদপুর গড়ে রিপন(১৩) নামে এক কিশোরের লাশ সদর থানা পুলিশ উদ্ধার করে । ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত তদন্ত পুলিশ কর্মকর্তা আসলাম আলী ও থানা সেকেন্ড অফিসার মোছাদ্দেক হোসেনের সাথে কথা বলে জানা য়ায, রিপন পেশায় একজন রং মিস্ত্রী, তার বাবার নাম ফারুক পেশায় ড্রাইভার, গ্রাম বারপুর মধ্যপাড়া। রিপন গত ১০-১১-১৫ তারিখ মঙ্গলবার কালী পুজার রাতে আনুমানিক রাত ১০.৩০ মিনিটে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। স্থানিয় লোকজন রবিবার সকালে চাঁদপুর গড়ে গাছ কর্তন করতে এসে এই কিশোরের লাশ দেখতে পায় এবং থানায় খোবর দেয় । এ সংবাদ পেয়ে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ফোর্সসহ ঘটনাস্থলে ছুটে আসেন এবং গ্রাম পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শজিমেক হাসপাতালে প্ররেন করেন।