বগুড়া সদরের পল্লীমঙ্গল কোরবানী পশু হাট জমে উঠেছে
আবু সাঈদ (বগুড়া) প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বগুড়া সদরের পল্লীমঙ্গল কোরবানী পশু ক্রয় বিক্রয় বেশ জমে উঠেছে। যোগাযোগ ব্যবস্থা ভাল থাকায় হাজারও ক্রেতা ও বিক্রেতার ঢল নেমেছে অত্র হাটে। সরজমিনে শ্রক্রবার বিকেলে হাটে গিয়ে দেখা যায়, গরু ও ছাগল দিয়ে কানায় কানায় পরিপূর্ন হয়েছে পল্লীমঙ্গল কোরবানী পশুর হাট। দুরের ও কাছের ক্রেতা এবং বিক্রেতারা খুব সহজেই তাদের পছন্দের গরু ও ছাগল ক্রয়-বিক্রয় করছে। এছাড়াও হাটে প্রচুর পরিমান ছোট বড় অনেক ছাগল আমদানী ছিল। এদিকে হাটে ক্রেতা ও বিক্রেতাদের বাড়তি নিরাপত্তা ও রাস্তার যানজট নিরাশনের জন্য পর্যাপ্ত পুলিশ ও আনসার বাহিনি মতায়ন করা হয় এবং তাদেরকে দ্বায়িত্ব পালন করতে দেখা যায়। এ ব্যাপারে হাট ইজারাদার সাথে কথা বললে তিনি জানান, গরু ছাগল ক্রয় বিক্রয় স্বাভাবিক ভাবেই হচ্ছে । দুরের ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা জন্য পুলিশ প্রশাসন সার্বিক ভাবে দ্বায়িত্ব পালন করছেন। হাটে সকল প্রকার সুযোগ সুবিধা নিয়ম অনুযায়ী ব্যবস্থা করা হয়েছে এবং পশুর ছাপের সরকারী নিয়ম অনুযায়ী নেওয়া হচ্ছে। হাট পরিদর্শন করেন শাখারিয়া ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির টি এস আই আঃ রহমান, শাখারিয়া ইউপি সদস্য আঃ জলিল, খলিল, মিজানুর রহমান, এনামুল , মাজাহারুল ইসলাম রিপু প্রমুখ।