বগুড়া সদরের মথুরায় অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার
মহাস্থান(বগুড়া) প্রতিনিধিঃ রবিবার সকালে বগুড়া থানা পুলিশ এক অজ্ঞাত যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে।
জানাগেছে, রবিবার সকালে বগুড়া সরের নামুজা ইউনিয়নের মথুরার কালিদহ সাগরের পূর্ব পাশে একটি পিয়ারা বাগানে এলাকার লোকজন এক যুবকের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে বগুড়া সদর থানা পুলিশকে সংবাদ দিলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম মন্ডল সদর থানার ওসি আবুল বাসার (ইন্সপেক্টর তদন্ত) আসলাম আলী ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে বগুড়া শজিমেক মর্গে প্রেরন করে। যুবকের পরনে ছিল কালো রঙের ফুল প্যান্ট, কসিটানা লাল, সাদা কাল হাফ হাতা গেঞ্জি, একটি চশমা, পুলিশ ধারনা করেছে। তাকে তার পরিচিতরা ডেকে এনে হত্যা করে রেখে গেছে। এ সংবাদ লেখা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।