বগুড়া সদরের মাটিডালিতে সিগারেট থেকে আগুন লেগে পাঁচ হাজার টাকার খড় পুড়ে ছাই
সদর উপজেলা বগুড়া প্রতিনিধিঃ সোমবার সকালে বগুড়া সদরের মাটিডালী মজনু মিয়ার বসত বাড়িতে সিগারেটের আগুন থেকে খড়ের পালা পুড়ে ছাই হয়েছে। ঘটনাস্থলে গিয়ে জানতে পারা য়ায, মজনু দোকানদারের ছেলে বাড়ির ছাদের উপর সিগারেট খেয়ে ফেলে দেয়। এতে সিগারেটের আগুন খড়ের স্থুপে লেগে মহুর্তে মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে । এ সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ছুটে আসে। ফায়ার সার্ভিস আসার পুর্বেই এলাকাবাসী এসে আগুন নেভায়।এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আনুমানিক ৫০০০ টাকার খড় ক্ষতি হয়েছে।