বগুড়া সদরের লাহিড়ীপাড়ার চাঁদপাড়ায় তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত
মহাস্থান বগুড়া প্রতিনিধিঃ বগুড়া সদরের লাহিড়ীপাড়ার চাঁদপাড়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে গতকাল রাতে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও শাখারিয়া ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক। তিনি বলেন সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মীয় রীতিনীতি মেনে চলতে হবে। ইসলাম শান্তির ধর্ম । তাই ধর্মীয় অনুশাষন মেনে চললে সমাজ থেকে সকল অপরাধ দূর হবে। তিনি সকলকে দেশ ও জনগনের কল্যানে কাজ করার আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাহিড়ীপাড়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জুলফিকার আবু নাসের আপেল মাহমুদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজাহারুল হান্নান রিপু, সাধারন সম্পাদক জহুরুল ইসলাম উজ্জ্বল, ইউনিয়ন বি এন পির যুগ্ম সাধারন সম্পাদক আলীউর রেজা, বি এন পি নেতা টিপু সুলতান সেকুল, ইউপি সদস্য ওয়াহেদ আলী, যুবদল নেতা শাহ্ আলম, আয়োজক কমিটি দুদু মিঞা, মতিয়ার রহমান, আবু তালহা সেলিম, মাহমুদুল হাসান, শাওন, শামীম, মুক্তার ও হাসান প্রমুখ। প্রধান বক্তা হিসাবে তাফসির পেশ করেন মুফতি মাওঃ মোঃ বজলুর রশিদ মিঞা।