বগুড়া সদরের লাহিড়ী পাড়ার মহাসড়কের সঙ্গে সংযোগ রাস্তাগুলি বেহাল দশা জনদূভোগে চরমে
মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের মহাসড়কের সঙ্গে সংযোগ রাস্তাগুলি দীর্ঘদিন মেরামত না করায় ভেঙ্গে যানবাহন চলাচলের প্রায় অনুপযোগী হওয়ায় জনগনকে দূর্ভোগ পোহাতে হচ্ছে।
বগুড়া -রংপুর মহাসড়কে মহাস্থনের অদূরে হাতীবান্ধা থেকে যে রাস্তাটি লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদ হয়ে পীরগাছা গেছে এই রাস্তা টি একটি গুরুত্ব পূণ রাস্তা। এই রাস্তা দিয়ে লাড়িহী পাড়া, পীরগাছা সহ গাবতলী এলাকার মানুষ তাদের কৃষিপূণ্য বাজারজাত করন, ছাত্র-ছাত্রীদের স্কুল কলেজে যাতায়ত সহ অত্র এলাকার মানুষের জেলা শহরে যাতায়াতের এই রাস্তা ভেঙ্গে বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের প্রায় অনুপযোগী হওয়ায় জনগনকে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে আখলাজিয়া নামক স্থানে করতোয়া নদীর শাখা নদীর উপর ব্রীজটির দুই ধার দেবে গিয়ে মরণ ভাঁদে পরিণত হয়েছে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘনা ঘটতে পারে। অপর দিকে মহাসড়কের চন্ডিহারার পাকুড়তলা থেকে রায়মাঝিড়া পাকা রাস্তা পর্যন্ত রাস্তাটি অত্র এলাকার মানুষের চলাচলের গুরুত্ব পূর্ণ রাস্তা এই রাস্তার পার্শ্বে মধুমাঝিড়া কমিউনিটি ক্লিনিক, উত্তর বগুড়ার সবচেয়ে বড় মাদ্রাসা মসজিদ, (নির্মাণধীন) প্লোটি ফার্ম সহ এলাকায় প্রচুর পরিমাণ পেয়ারা ও সবজি চাষ হয়ে থাকে। এই কৃষি পূণ্য গুলি বাজারজাত করণ সহ জেলা শহরে যাতায়াতের এই রাস্তায়টি দীর্ঘ দিন মেরামত না করায় রাস্তার পাকা অংশের কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দে পরিণত হয়েছে। কাচা অংশ ভেঙ্গে এক হাটু বালু হওয়ায় চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। একটু বৃষ্টি হলেই যানবাহন চলাচল সম্পূণ বন্ধ হয়ে যায়। বর্ষা মৌসুম শুরুর পূর্বেই চাঁদপাড়ার জানের পার নামক স্থানে একটি বক্র কালভার্ট সহ রাস্তাটি মেরামত না করলে এই রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে। একই অবস্থা মহাসড়কের চন্ডিহাড়া পীরগাছা পাকা রাস্তার চন্ডিহারা থেকে রায়মাঝিড়া স্কুল পর্যন্ত।এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী সরজমিনে পরিদর্শন করে রাস্তার সমস্য গুলি সমাধান করে জনদুর্ভোগ লাঘোবের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছে