বগুড়া সদরের শেখেরকোলায় তুচ্ছ ঘটনায় মারপিট আহত- ৩-থানায় মামলা

মহাস্থান(বগুড়া)থেকেঃ নুরনবী রহমানঃ বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের ভান্ডার পাইকার গ্রামের মূত ফজলার রহমান খন্দকারের পুত্র আঃ রশিদের সাথে জমিজমা সংক্রান্ত জের ধরে একই এলাকার বাবলু শেখের পুত্র সজীব ও মূত ফজলার রহমানের পুত্র আতিকুল ৮/১০ জন সন্ত্রাসী দা,কুড়াল,লাঠিশোটা নিয়ে বাড়িতে অনাধিকার প্রবেশ করে রশিদের পুত্র মিল্লাতকে বেদম মারপিট করে এতে আঃ রশিদ ও তার স্ত্রী এবং প্রতিবেশী মনোয়ারা বেগম আগাইয়া এলে তাদেরকেও তারা মারপিট করে রক্তাক্ত জখম করে।
গুরুতর আহত অবস্থায় মিল্লাতকে ১৯ নভেম্বর ঘটনার দিনে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় আঃ রশিদ বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ সহ আরও ৪/৫ জনকে আসামী করে বগুড়া সদর থানায় একটি এজাহার দায়ের করেন।এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩ জন আসামী গ্রেফতারের খবর পাওয়া গেছে।
এঘটনায় উভয়ের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে যে কোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা রয়েছে।