বগুড়া সদরের শেখেরকোলা তেলিহারা আলীম মাদ্রাসায় এমপি ওমর ও কৃতিছাত্র/ছাত্রীদের সংবর্ধনা প্রদান
আব্দুল বারী মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সদরের শেখেরকোলা তেলিহারা মহিউদ্দিন আলীম মাদ্রাসার পক্ষ থেকে শনিবার দুপুরে বগুড়া-৬ আসনে জাতীয় সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ নুরুল ইসলাম ওমরকে সম্মাননা স্মারক প্রদান ও কৃতিছাত্র/ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়।
অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাঃ একেএম আলাউদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিরোধী দলীয় হুইপ বগুড়া- ৬ আসনের জাতীয় সংসদ সদস্য নুরুল ইসলাম ওমর।বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেখেরকোলা ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা, সদর উপজেলা যুবলীগ এর সভাপতি ও নামুজা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু, সাবেক চেয়ারম্যান অধ্যপক্ষ নজমল হক। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এইচ এম ইকবাল, সদর জাপার সদস্য সচিব আরিফুল ইসলাম শহিদ। যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম সুইট, মামুনুর রশিদ মামুন, শরিফুল ইসলাম বাবু, ইউনিয়ন জাতীয়পার্টি সভাপতি আঃ মান্নান, মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ গোলাম আকবার সহ অত্র মাদ্রাসার শিক্ষক/শিক্ষীকা মন্ডলী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।