বগুড়া সদর আসনে লাঙ্গল মার্কায় ভোট চেয়ে গংযোগ
একাদশ সংসদের উপ-নির্বাচনে ৪১ বগুড়া -৬ আসনে পল্লী বন্ধু হুসাইন মোহাম্মাদ এরশাদ মনোনীত জাতীয় পার্টি প্রার্থী জননেতা নূরুল ইসলাম ওমর শহরের উত্তর চেলোপাড়া, নারুলী উত্তর, পশ্চিমপাড়া, সুলতান পট্রি ও ইসাদাহ এলাকায় লাঙ্গল মার্কায় ভোট চেয়ে গংযোগ করেন।
শুক্রবার সকালে গনসংযোগে আরোও উপস্থিত ছিলন সদর উপজেলা জাতীয় পার্টি সাধারন সম্পাদক আরিফুল ইসলাম সহিদ,শহর জাতীয় পার্টির সভাপতি তাহের আকন্দ, সাধারন সম্পাদক সানাউল্লাহ সানা, সাংগাঠনিক আলমঙ্গীর হোসেন, জাতীয় পার্টির নেতা সুলতান ,শরিফুল ইসলাম বাবু, বেলাল হোসেন, জাহিদ হাসান, রাফি, পলাশ, সুজন, রহমান ও মেহেদী প্রমুখ।