বগুড়া সদর উপজেলায় ৮৯২ জন কৃষকদের মাঝে বিনামুল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:32 PM, 19 April 2019

বগুড়া সদর প্রতিনিধিঃ বগুড়া সদর উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ-১ /২০১৯-২০ ইং মৌসুমে উফসি আউস ধান ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৮৯২ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
গতকাল বৃহস্পতিবার বিকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমানের সভাপতিত্বে প্রান্তিক কৃষকদের মাঝে প্রধান অতিথি হিসাবে বীজ ও রাসায়নিক সার প্রদান করেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সামস উদ্দিন ফিরোজ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক, কৃষিবিদ ইসমত জাহান, নুনগোলা ইউপি চেয়ারম্যান আলী উদ্দিন, রাজাপুর ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম, শাখারিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল জলিল, উপসহকারী কৃষি কর্মকর্তা রেজাউল করিম সহ বিভিন্ন ইউনিয়নের থেকে আগত কৃষক কৃষানী বৃন্দ। অনুষ্ঠান শেষে নুনগোলা ইউনিয়নের একজন কৃষককে ৫০% ভূর্তকি দিয়ে মিনি কম্বাই হারভেস্টার প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন :