বগুড়া সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ভূট্রা প্রদশর্নীর মাঠ দিবস
আবু সাঈদ( বগুড়া ) প্রতিনিধিঃ বগুড়া সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শাখারিয়া নামাবালায় ২০১৮-১৯ মৌসুমে রাজস্ব বাজেটের আওতায় ভূট্রা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠান সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উক্ত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। ডিপ্লোমা কৃষিবিদ রেজাউল করিমের সঞ্চালনয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজী মুহাম্মদ জয়নাল আবেদিন কলেজের অধ্যক্ষ শ্রাবনী সুলতানা। অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা বলেন, ধান চাষের চেয়ে ভূট্রা চাষের খরচ কম এবং অধিক লাভ । প্রতি বিঘাতে ৩০/৩৫ মণ ভূট্রা উৎপাদন হয় । এজন্য তিনি কৃষক ও কৃষানীদের ভূটা চাষ করার আহবান জানান। পাশাপাশি প্রধান অতিথি বরেন, সকল প্রকার ফসল উৎপাদনে সদর উপজেলা পরিষদ সার্বিক সহযোগিতা করবে এই আশ^াস প্রদান করেন। অনুষ্ঠানে শতাধিক কৃষক ও কৃষানী উপস্থিত ছিলেন।