বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার শাহনা আক্তার জাহান কে দেখতে গেলেন বগুড়া ৬ আসনের এমপি নরুল ইসলাম ওমর

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:33 PM, 28 November 2015

আবু সাঈদ, বগুড়া প্রতিনিধি: গতকাল বিকালে বগুড়া সদরের উপজেলা নির্বাহী অফিসার শাহনা আক্তার জাহান অসুস্থ্য হয়ে টিএমএসএস রফাতুল­াহ কমিউনিটি হাসপাতালে চিকিৎসারত থাকায় তাকে দেখতে যান বগুড়া ৬ আসনের মাননিয় সংসদ সদস্য বিরোধী দলীয় হুইপ নুরুল ইসলাম ওমর। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার জাতীয় পার্টির আহবায়ক এইচ, এম ইকবাল, সদস্য সচিব আরিফুল ইসলাম সহিদ, যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম সুইট, সেচ্ছাসেবক পার্টির আহবায়ক সুলতান আহমেদ, শহর কমিটির আহবায়ক মাকসুদ হাসান ও গনি সরকার।

আপনার মতামত লিখুন :