বগুড়া সদর উপজেলা পরিষদের হলরুমে প্রাথমিক সমাপনি পরিক্ষার প্রস্তুতিমূলক আলোচনা

আবু সাইদ বগুড়া সদর প্রতিনিধিঃ গতকাল বুধবার বিকাল ৪ টা ৩০ মিনিটে বগুড়া সদর উপজেলা পরিষদের হলরুমে প্রাথমিক সমাপনি পরিক্ষার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রস্তুতিমূলক আলোচনা সভার সদর উপজেলা নির্বাহী অফিসার শাহানা আখতার জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার শাহনেওয়াজ পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ, উপজেলা সমাজ সেবা অফিসার নুরুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার নাজিয়াশামস্, উপজেলা পরিসংখ্যান অফিসার শফিুকুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার গোলাম কবির, আব্দুর রাজ্জাক, আরিফুর রহমান, রাজাপুর ইউপি চেয়ারম্যান রাজিবুল ইসলাম খাঁন রাজু, সাবগ্রাম ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার, শেখেরকোলা ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা, ফাপোঁড় ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুর রাজ্জাক, নামুজা ইউপি চেয়ারম্যান এস এম রাসেল মামুনসহ সকল দপ্তর কর্মচারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।