বগুড়া সদর উপজেলা পরিষদের আয়োজনে সমাপনী পরীক্ষা ২০১৪ এর ফলাফলের ভিত্তিতে নির্বাচিত সরঃ প্রাঃ বিদ্যালয়ে কম্পিউটার বিতরন
সদর উপজেলা বগুড়া প্রতিনিধিঃ বগুড়া সদর উপজেলা পরিষদের আয়োজনে সমাপনী পরীক্ষা ২০১৪ এর ফলাফলের ভিত্তিতে নির্বাচিত সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার বিতরন অনুষ্ঠান জেলা প্রশাসক কার্যলয়ের সভাকক্ষে রবিবার দুপুর ১২ টায় জেলা প্রশাসক আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নির্বাচিত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে কম্পিউটার বিতরন করেন প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা ও উপজেলা নির্বাহী অফিসার শাহানা আখতার জাহান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আবুসাঈদ মোঃ ফজলে এলাহী, মৎস অফিসার মিজানুর রহমান , প্রকল্প অফিসার এটি এম বেনজির রহমান, পরিসংখ্যান অফিসার শফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার নুরুল ইসলামসহ উপজেলা পরিষদ ও জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।