বগুড়া সোনাতলায় ভূমি সেবা সপ্তাহ ২০২৪ শুভ উদ্বোধন

Md. TowhidMd. Towhid
  প্রকাশিত হয়েছেঃ  03:58 PM, 08 June 2024

তৌহিদ আহম্মেদ

“স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে
বগুড়ার সোনাতলা উপজেলায় ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকাল এগারোটায় উপজেলা ভূমি অফিস কার্যালয়ে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়, চলবে আগামী ১৪ জুন পর্যন্ত।
ভূমি সেবা সপ্তাহ পালন উপলক্ষ্যে আয়োজিত জনসচেতনতামূলক।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন।

বক্তব্য তিনি বলেন
ভূমিসেবা সপ্তাহে যেসব সেবা দেয়া হবে- অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানে সহায়তা এবং ভূমি উন্নয়ন কর সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করার বিষয়টি ব্যাপক প্রচার।

ই-নামজারির আবেদন করার বিষয়ে অবহিতকরণ ও সহযোগিতা প্রদান। নিষ্পত্তিকৃত এলএ কেইসের ক্ষতিপূরণের চেক প্রদান। অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে তা সরবরাহ। অনলাইনে আবেদনকৃত মৌজাম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ করা। মাঠ পর্যায়ে চলমান জরিপ কার্যক্রম বিষয়ে গণশুনানি, আপত্তি ও আপিল দাখিল ও নিষ্পত্তির কার্যক্রম গ্রহণ ও রেকর্ড হস্তান্তর সহ জনগণ সংশ্লিষ্ট বিষয়ে সেবা পাবে।

বক্তব্য শেষে অনলাইন সেবা দানের বিভিন্ন স্টল প্রদর্শন করেন,এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি কর্মকর্তা প্রতিক কুমার মন্ডলসহ সার্ভেয়ার,নাজিরসহ কর্মকর্তা কর্মচারিবৃন্দ।

আপনার মতামত লিখুন :