বগুড়া সোনাতলা থানা পুলিশের মাদকবিরধী অভিযানে গাঁজার গাছ সহ গ্রেফতার-১
আজকাল ডেস্কঃ বগুড়া সোনাতলা থানা পুলিশে মাদকবিরধী অভিযানে বড় দুটি গাঁজার গাছ সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ১০.৩০ টায় থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজার নেতৃত্বে উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নের চর চুকাইনগর গ্রামে মাদকবিরধী অভিযান পরিচালনা করে দুটি বড় গাঁজার গাছ সহ বাদল মন্ডল ওরফে বাল্লক নামের একজনকে গ্রেফতার করে।
এএসআই নুর ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।
পুলিশ জানায়,সে দীর্ঘদিন থেকে বাড়ির আঙ্গিনায় টিন দিয়ে ঘিরে গাঁজার চাষাবাদ করছিলো।