বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরে এনে ফাঁসির দাবিতে সোনাতলা উপজেলা ছাত্রলীগের মানববন্ধন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:19 AM, 15 August 2016

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল বগুড়ার সোনাতলায় পৌরসভার সামনে বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরে এনে ফাঁসির দাবিতে সোনাতলা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে এক পথ সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রতন বক্তব্য রাখেন। তিনি বক্তব্যে বলেন, অবিলম্বে বঙ্গবন্ধু খুনিদের দেশে ফিরে নিয়ে দ্রুত ফাঁসির রায় কার্যকর করা হোক। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্রী সুজন কুমার ঘোষ, ছাত্রলীগনেতা শওকত হোসেন নয়ন, আরিফুল ইসলাম সায়েম, শরিফুল ইসলাম সজুন, রাজ্জাক, তরুন, নূরনবী, ইমরান, মুক্তার, ফরিদুজ্জামান, মেহেদী, মিশুক প্রমুক। শেষে নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারক লিপি প্রদান করেন।

আপনার মতামত লিখুন :