বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতাকে হত্যা করে খুনিরা বাংলাদেশের উন্নয়ণে বাধা সৃষ্টি করেছিল -আব্দুল মান্নান এমপি
সংবাদ আজকাল ঃ বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা আব্দুল মান্নান বলেছেন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যা করে খুনিরা এদেশের উন্নয়ণের ধারাকে পিছিয়ে দিয়েছে।খুনিরা ভেবেছিল জাতির জনক বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাসহ মেধাবী নেতাদের হত্যা করলে এদেশ নেতৃত্ব শূন্য হয়ে পড়বে। কিন্তু খুনিদের সে আশা ব্যর্থ করে দিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগের নেতা-কর্মীরা দীর্ঘ ২১ বছর চক্রান্তকারীদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করে এদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বাংলাদেশকে একটি যোগ্য রাষ্ট্রে পরিণত করছে। মঙ্গলবার দুপুরে সোনাতলা পৌর মিলনায়তনে জেল হত্যা দিবস ও উপজেলা আওয়ামীলীগের যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পোর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহবুবুল আলম বুলু, যুগ্ম সম্পাাদক তাহেরুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড, প্রচার সম্পাদক রবিউল খান, পাকুল্লা ইউপি’র সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাদাকাতুল বারী পুটু, আওয়ামীলীগ নেতা শাহজাহান আলী খন্দকার, মশিউর রহমান রানা, আব্দুল আজিজ, রেজাউল করিম, আনারুল ইসলাম টিপু,জাহিদুল ইসলাম, মহিদুল খন্দকার, উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটো, সাধারন সম্পাদক ফরহাদ হোসেন জুয়েল, স্বেচ্ছাসেবকলীগের আহŸায়ক শাহনেওয়াজ তালুকদার বাবু, কৃষকলীগ নেতা মাহফুজার রহমান, নাহিদ হাসান, মহিলা আওয়ামীলীগ নেত্রী সুফিয়া খাতুন, জান্নাতুল ফেরদৌসী রুম্পা, কুহেলী চক্রবর্তী, পাপিয়া আকতার, ছাত্রলীগ নেতা মানিক সরকার ও আলী আজম খান,ছাত্রলীগ নেতা তৌহিদুর রহমান তুষার প্রমূখ।
পরে প্রধান অতিথি মধুপুর ইউনিয়নের ছাতিয়ানতলা দক্ষিণপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠানে ছাতিয়ানতলা দক্ষিণপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম আকন্দ প্রধান অতিথির হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন। মধুপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পো,আওয়ামীলীগ নেতা ও মধুপুর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অসীম কুমার জৈন নতুন, সাইফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আতিকুর রহমান ও মসজিদ কমিটির সভাপতি নুরুল ইসলাম মন্ডল ।