বজ্রপাতে পীরগাছা স্কুলের ৮ম শ্রেনীর ছাত্রর মৃত্যু
গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া গাবতলীর পীরগাছা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র জেএসসি পরীক্ষার্থী একবাড়িয়া গ্রামের হোমিও চিকিৎস ডাঃ পরেশ চন্দ্রের একমাত্র পুত্র প্রনোব কুমার বজ্রপাতে মারা মারা গেছে। জানাগেছে গত শুক্রবার দুপুর সাড়ে ১২টায় হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হলে প্রনোব বন্ধুদের সাথে বাড়ির পার্শ্বে ঝড়ে পড়া আম কুড়াতে যায় সেখানে হঠাৎ বর্জপাত হলে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই সে মারা যায়। এ খবর চারিদিকে ছড়িয়ে পড়লে শতশত উৎসুক মানুষ প্রনোবের লাশ এক নজর দেখতে তার বাড়িতে ছুটে যায়। শনিবার প্রনোবের লাশ মহাস্থান শীলাদেবীর ঘাট মহাশ্বশানে দাহ করা হয়। প্রনোবের অকাল মৃত্যুতে তার স্কুলের সকল শিক্ষক ও সহপাঠিরা সমবেদনা জানিয়ছেন।