বন্ধন মানব কল্যান সংস্থা ক্রিকেট লীগ ২০১৯ ফাইনাল ক্রিকেট ম্যাচ আগামীকাল
স্টাফ রিপোর্টারঃ মাদক কে না বলুন,ক্রীড়াকে হ্যা বলুন এই স্লোগানকে সামনে রেখে বন্ধন মানব কল্যান সংস্থা মহিমাগঞ্জ ক্রিকেট লীগ ২০১৯ ক্রিকেট খেলা ওয়ানডে ম্যাচ শুরু হয়েছিল গত ২১ ডিসেম্বর। ম্যাচের সব আপডেট দিতে পাঠকদের সাথে ছিল সংবাদ আজকাল পত্রিকা।আগামীকাল রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় বন্ধন মানব কল্যান সংস্থা মহিমাগঞ্জ ক্রিকেট লীগ ২০১৯ এর ফাইনাল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করছে মহিমাগঞ্জ জি কে আর সি সি ।স্থান মহিমাগঞ্জ রংপুর সুগার মিলস স্কুল মাঠ।
ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবেন
মহিমাগঞ্জ জিকেআরসিসি
বনাম
বগুড়া এমসিসি
খেলা শেষে নৃত্য পরিবেশন করবেন
হিপ অফ ডান্স ক্লাব।