বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের পূর্ণবাসনে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছে – আব্দুল মান্নান এমপি

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  12:06 PM, 26 August 2016

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নান বলছেন, নদী ভাঙ্গন রোধে সকল ধরনের প্রস্তুতি গ্রহন করা হবে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা করে ক্ষতি পূরনের জন্য নগদ অর্থ, সার, বীজসহ বিভিন্ন অনুদান দেওয়ার উদ্যোগ গ্রহন করেছে সরকার। তিনি আরও বলেন, নদী ভাঙ্গনের কষ্ট আমি ভাল বুঝি কারণ হিসেবে তিনি বলেন, যমুনা নদীর আগ্রাসনে তার বাড়ি তিনবার ভাঙ্গনে স্বীকার হয়েছে। পর পর বন্যায় নামাজখালী গ্রামে ভাঙ্গন সৃষ্টি হওয়ায় তা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। পানি উন্নয়ন বোর্ডের আওতায় নামাজখালীতে বাঙ্গালী নদীর ভাঙ্গন রোধে উদ্যোগ গ্রহন করা হবে। গতকাল বগুড়ার সোনাতলা নামাজখালী গ্রামে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে সুধী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মোঃ জিয়াউল করিম শ্যাম্পো, সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম বুলু, সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, প্রচার সম্পাদক রবিউল ইসলাম খাঁন, দিগদাইর ইউপি চেয়ারম্যান শামীম হোসেন, মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, পাকুল­া ইউপি চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত, যুবলীগ নেতা ফরহাদ হোসেন জুয়েল, ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান রতন, শ্রী সুজন কুমার ঘোষ।

আপনার মতামত লিখুন :