বাংলা নববর্ষ উপলক্ষে এসি আই মটরস লিঃ বগুড়া শো-রুমের উদ্দ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  05:18 PM, 15 April 2016

 

সদর উপজেলা (বগুড়া) প্রতিনিধিঃ বৃস্পতিবার বগুড়া সদরের জয়পুর পাড়া এসি আই মটরস লিঃ শো-রুমের উদ্দ্যোগে র‌্যালী ও আলোচনা সভা এ্যাসেস মেন্ট এ্যান্ড ত্রেæডিট রিকোভারি অফিসার রফিকুল ইসলামের নেতৃত্বে সকালে অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন, ডিলার আঃ মমিন ,আরাফাত হোসেন ,বদিউজ্জামান ফিরোজ আলী , আঃ মালেক শো-রোম এক্্িরকিউটিব সার্ভিস , ইঞ্জিঃ রাসেল, মার্কেটিং অফিসার বিপ্লব, আঃ রহমান ও এসিআই মটরস এর সকল কাস্টমার এবং মটর বিজনেসের সকল ড্রাইভার বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন পুরনো বছরের জরাজীর্ণতায় মুছে যাক সব গøানি । নতুন বছরের নতুন স্বপ্নে জগে উঠুক বাঙালী । অনুষ্ঠান শেষে সবার জন্য দুপুরের প্রীতি ভোজের আয়োজন করা হয়।

আপনার মতামত লিখুন :