বাচ্চাকে বই পড়তে শেখান
সংবাদ আজকাল,ডেক্সঃ বই একই সাথে উদ্দীপনা এবং প্রশান্তির কারণ হতে পারে। বই যেমন বাচ্চার কল্পনাশক্তিকে জাগিয়ে তোলে, তেমনি আনন্দও দেয়। বাচ্চা কথা বলতে শেখার আগে থেকেই আপনি যদি তাকে গল্প পড়ে শোনান, সে তাতে আনন্দ পেয়ে সাড়া দেবে। আপনার পড়া শুনে শুনে সে ভাষার শব্দ, ছন্দ আর তাল সম্পর্কে ধারণা করতে পারবে।
বই নিয়ে বাচ্চার সাথে যে সময় কাটাবেন তাতে বাচ্চার সাথে আপনার বন্ধনও শক্ত হবে এবং সুস্থ আবেগের জন্যেও তা সয়াহক হবে।
প্রথম থেকেই বাচ্চাকে বইয়ের সাথে পরিচয় করিয়ে দিলে এতে তার ভবিষ্যতের শেখার উপরও ইতিবাচক প্রভাব পড়ে। বাচ্চা যখন অনেক ছোটো থাকবে, তখন আপনার বন্ধু, আত্মীয় বা নিকটস্থ বইয়ের দোকান থেকে বিনামূল্যে পুরনো বই সংগ্রহের চেষ্টা করুন। কারণ বইয়ের যত্ন নেয়া শিখতে বাচ্চার হয়তো আরেকটু সময় লাগবে, ফলে তার হাতে বই দিলে সে খেলাচ্ছলে তা নষ্ট করে ফেলতে পারে।