বিনা উসকানিতে আ.লীগ সন্ত্রাসীরা হামলা করেছে — ইশরাক হোসেন
সংবাদ আজকাল,ডেক্সঃ ঢাকা দক্ষিণ সিটি কপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনের প্রচারণায় হামলার ঘটনা বলেন, আওয়ামী লীগ ধানের শীষের জনপ্রিয়তায় ভীত। সেজন্য নির্বাচন বানচাল করতে বিনা উসকানিতে তাদের সন্ত্রাসী বাহিনীদের দিয়ে এই হামলা করেছে তারা। হামলার সময় তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল এবং গুলির শব্দও শোনা গেছে। এতে ২-৩ জন ক্যামেরাপারসনসহ বেশ ক’জন আহত হয়েছেন।
রোববার, জানুয়ারি ২৬, ২০২০, দুপুর ১টার দিকে গোপীবাগ এলাকায় সংঘর্ষের ঘটনাটির পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইশরাক এ কথা বলেন।