ব্রেন টিউমারে আক্রান্ত দৃষ্টি প্রতিবন্ধী পল্বব কে বাঁচাতে এগিয়ে আসুন
গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ ব্রেন টিউমারে আক্রান্ত দৃষ্টি প্রতিবন্ধি পল্বব কুমার (কুড়ানু) বাঁচতে চায়। সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের জন্য আকুল আবেদন করেছেন তার বাবা শিপন চন্দ্র। বগুড়া গাবতলীর কাগইল ইউনিয়নের একবাড়িয়া গ্রামের শিপন চন্দ্রের পুত্র পল্বব কুমার জন্মের ৩ বছরের মাথায় তার প্রচন্ড জ্বর হয় । তার বাবা জানান স্থানীয় চিকিৎসকের কাছ থেকে ঔষধ এনে খাওনোর পর সে দৃষ্টি হারায়, এখন তার বয়স ৯ বছর। ৩/৪ বছর পূর্বে তার শরীর হঠাৎ খারাব হলে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং বিভিন্ন পরীক্ষা নিরিক্ষার পর ডাক্তার জানান তার ব্রেন টিউমার হয়েছে। সে থেকে তার বাবা একমাত্র ছেলে পল্ববকে সুস্থ করতে বাংলাদেশের সুনামধন্য ডাক্তারদের চিকিৎসা নিয়েছে। কিন্তু কোন ফল হয়নি। দিন দিন তার শরীর আরো খারাব হচ্ছে। তাকে চিকিৎসা করাতে গিয়ে সহায় সম্বল সব হারিয়ে এখন তার বাবা নিঃশ্ব। ডাক্তার বলেছে পল্ববের উন্নত চিৎিসার জন্য ভারতের মাদ্রাজ নিতে হবে, তার জন ৫ থেকে ৬ লক্ষ টাকার প্রয়োজন। পল্ববের বাবা বলেন আমার জায়গা জমি সব বিক্রি করে সন্তানের চিকিৎসায় ব্যায় করেছি, এখন আমি পথের ফকির। আমার একমাত্র সন্তানকে আমি পৃথিবীতে বাঁচিয়ে রাখতে চাই । তাই সমাজের বিত্তবান,মহৎ ব্যাক্তিদের কাছে সাহার্যের আবেদন করছি। দয়া করে আমার বিকাশ নম্বর ০১৭২৪.৪০২১৩১ অথবা ব্যাংক এশিয়া পীরগাছা বগুড়া সদর এজেন্ট শাখা একাউন্ট নম্বর ১০৮৩৪১০০০২২১৫ তে সাহার্য পাঠাতে সকলের কাছে আকুল আবেদন করছি।